এক নজরে আদিতমারী উপজেলার সংক্ষিপ্ত তথ্য
১। আয়তনঃ ১৯৫.০৩ বর্গ কিলোমিটার
২। জনসংখ্যাঃ ২,০৩,৭৪২ জন
৩। থানার সংখ্যাঃ ০১ (এক) টি
৪। ইউনিয়নের সংখ্যাঃ ০৮ (আট) টি
৫। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যাঃ ০৫ (পাঁচ)টি
৬। মৌজার সংখ্যাঃ ৫৮ (আটান্ন)টি
৭। গ্রামের সংখ্যা ১২১ টি
৮। পোষ্ট অফিসঃ ০৮ (আট),
৯। নদ-নদীঃ ০৩(এক) টি- তিসত্মা, রত্নাই, গিরিধারী
১০। হাট-বাজারঃ ১৭(সতের) টি
১১। ব্যাংকঃ ০৮ (আট)
১২। জলমহালঃ ০৭ টি
১৩। বালুমহালঃ নাই
১৪। পাথরমহালঃ নাই
১৫। খেয়াঘাট/নৌকাঘাটঃ নাই
১৬। মোট জমিঃ ৪৮,৩৯৫.০৬ একর
১৭। মোট আবাদি জমিঃ ১৭,২১৪ হেক্টর
১৮। পাকা রাসত্মা (কিঃমিঃ)ঃ ৭৮.৮৪ কি:মি:
১৯। কাঁচা রাসত্মা (কিঃমিঃ) ঃ ৩০৩.৬৮ কি:মি:
২০। আদর্শ গ্রামঃ ০৪টি
২১। আশ্রয়ন প্রকল্পঃ ০২টি
২২। মুক্তিযোদ্ধাদের তালিকা (ইউনিয়নভিত্তিক)ঃ
ইউনিয়নের নাম |
মুক্তিযোদ্ধার সংখ্যা |
দূর্গাপুর |
৮৩ জন |
ভেলাবাড়ী |
৪২ জন |
কমলাবাড়ী |
৬০ জন |
সারপুকুর |
২৩ জন |
সাপ্টিবাড়ী |
৩৯ জন |
ভাদাই |
১৪ জন |
পলাশী |
০৫ জন |
মহিষখোচা |
০৮ জন |
মোট |
২৭৪ জন |
২৩। নদ-নদীঃ০৩(তিন) টি
২৪। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রামত্ম তথ্যঃ
শিক্ষা প্রতিষ্ঠান |
সংখ্যা |
মহাবিদ্যালয় |
০৬ (ছয়)টি |
মাধ্যমিক বিদ্যালয় |
২৭ (সাতাশ)টি |
নিমণমাধ্যমিক বিদ্যালয় |
১৩ (তের)টি |
প্রাথমিক বিদ্যালয় |
১২১ (একশত একুশ) টি। |
মাদ্রাসা |
১৩ (তের)টি |
২৫। স্বাস্থ্য বিষয়ক তথ্যঃ আদিতমারী উপজেলায়সরকারী হাসপাতালের পাশাপাশি রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক। এ উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক এর সংখ্যা- ২৯। সেবা প্রদানে কর্তব্যরত ডাক্তারদের আমত্মরিকতার অভাব পরিলক্ষিত হয় না। জরম্নরী অবস্থায় অন্যত্র রোগী স্থানামত্মরের জন্য এ্যামবুলেন্স এর ব্যবস্থা রয়েছে।
২৬। কৃষি বিষয়ক তথ্যঃ উপজেলা চাষাবাদ পদ্ধতি প্রধানতঃ বৃষ্টি নির্ভর, তবে গভীর নলকূপ, অগভীর নলকূপ, পাওয়ার পাম্প ও অন্যান্য সেচ যন্ত্রের সাহায্যে প্রায় ৫,৪৮৩ হেক্টর জমিতে চাষ দিয়ে আবাদ করা হয়। সেচকৃত ফসলের মধ্যেই বোরই প্রধান। তবে বর্তমানে সেচের সাহায্যে ধান,পাট, গম, আলু, ভুট্টা, শাকসব্জি, মরিচ, পিঁয়াজ প্রভৃতি আবাদ হয়ে থাকে। সেচযন্ত্রের আওতায় আবাদি জমির পরিমান বৃদ্ধির প্রতিবন্ধকতা দুর করে এবং সেচ যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ফসল উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে
২৭। উপজেলা ই-সার্ভিসঃ উপজেলায় তথ্য ও সেবা কেন্দ্র চালু রয়েছে। উক্ত কেন্দ্রে সাধারণ জনগণের চাহিদা মোতাবেক সেবা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS